
প্রকাশ: ১৯ নভেম্বর ২০১৯, ২:৫৫

ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল- নাচিরনগর রাস্তার দু-পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছেন সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ন্দ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা।
মঙ্গলবার(১৯ নভেম্বর) সকাল এগাড়টা থেকে সরাইল সদর উচালিয়া পাড়ার মোড় হতে কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে ফুটপাতে কয়েকশ অবৈধ দোকানপাট ঘুরিয়ে দিয়ে সড়ক বিভাগের জাগা দখলমুক্ত করা হয়েছে।দীর্ঘদিন ধরে এই রাস্তার দুই পার্শ্বের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে আসছিল।অবৈধ দোকানপাঠের উচ্চেদ অভিযান পরিচালনা করে সড়ক বিভাগের জাগা দখল মুক্ত করেন ন্দ্রাম্যমাণ আদালত।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়ক বিভাগের উপসহ- কারি প্রকৌশলী খন্দকার নেছার আহাম্মদসহ সরাইল থানা পুলিশের সদস্যও সড়ক বিভাগের সদস্যবৃন্দগণ, সরাইল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও ন্দ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভুমি ফারজানা প্রিয়াঙ্কা এ প্রতিবেদক জানান,সরকারি জাগা দখল করতে দেওয়া হবে না, দখল মুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব