পটুয়াখারীর কলাপাড়ায় নির্মনাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চায়না শ্রমিকের ছুড়িকাঘাতে ফ্যাং লিউ জুন (৩৬) নামের অপর এক চায়না শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে নুডুলস খাওয়াকে কেন্দ্র করে এঘটনা ঘটে বলে জানায় পুলিশ। রক্ষাক্ত অবস্থায় অন্য শ্রমিকরা ফ্যাং লিউ জুনকে উদ্ধার করে নিজস্ব এ্যাম্বুলেন্স যোগে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
পরে নিহতের লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠায় কলাপাড়া থানা পুলিশ। এদিকে রবিবার সকালে ঘাতক চিনা নাগরিক সং জিয়াং (৩২) কে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। কলাপাড়া সার্কলের অতিরিক্ত পুলিশ আহম্মদ আলী জানান, রাত ১১ টার দিকে হাসপাতাল থেকে মৃতদেহের খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গেপ্রেরণ করা হয়েছে। এঘটনায় একজন আটক রয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।