সরাইলে তিন জুয়ারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ৩রা নভেম্বর ২০১৯ ০১:৩২ অপরাহ্ন
সরাইলে তিন জুয়ারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে তিন জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটোর নির্দেশক্রমে এএসআই মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা কালিকচ্ছ ইউনিয়নে বেপারীপাড়া চৌরাস্তার মোড় সংলগ্ন পশ্চিম পার্শ্বে রহিম মিয়ার টিনের ঘর হইতে প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় তিন জুুুয়ারিকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ।

সরাইল থানা সুত্রে জানাযায়, গ্রেপ্তারকৃত মোঃ মানিক সিরাজী (২২), পিতা- হান্নান মিয়াও রিপন মিয়া(২০), পিতা- দুলাল মিয়া, অপরজন ওমর ফারুক (২৫), পিতা- হানিফ মিয়া, একই গ্রামের কালিকচ্ছ ইউনিয়নের বেপারী পাড়া। তাদের গ্রেপ্তার করে জুয়া আইনে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

ইনিউজ ৭১/এম.আর