
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯, ৪:২৭

বগুড়ার নন্দীগ্রামে দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এসময় অপর মোটরসাইকেলের দুই আরোহী লিটন (৩০) ও শিমুল (৩৫) গুরুত্বর আহত হয়েছেন। নিহত সাইদুর রহমান বগুড়ার নাটাইপাড়ার জাহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার রাত ৮টার দিক বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম মহিলা কলেজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার সাইদুর রহমান কে মৃত ঘোষনা করেন। গুরুত্বর আহতদের ভর্তি করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব