নেছারাবাদে চাঁদাবাজের হাত থেকে বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে অক্টোবর ২০১৯ ০৫:৫৮ অপরাহ্ন
নেছারাবাদে চাঁদাবাজের হাত থেকে বাঁচাতে এলাকাবাসীর মানববন্ধন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে রোকসোনা আমীন নামে এক নারীর প্রতারনাপূর্বক ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজিসহ হয়রানীর প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বলদিয়া ইউনিয়নের চৌদ্দরশি বাজারে স্থানীয় জনসাধারনের ব্যানারে ওই মানববন্ধন করা হয়। আধঘন্টা ব্যাপি ওই মানববন্ধনে বিভিন্ন ওয়ার্ডের  ইউপি সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

এসময় রোকসোনা আমীনের বিরুদ্ধে বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানের কাছে নিজেকে মানবাধিকার কর্মী দাবী করে ভয়ভীতি দেখিয়ে চাদাবাজি করার অভিযোগ এনে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবুল মিয়া, আব্দুর রহিম, মো. আলাউদ্দিন, ভুক্তভুগী শহিদ হোসেন ও খাইরুল ইসলাম প্রমুখ। 

বলদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন রোকসোনা আমীন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মানুষদের ভয় দেখিয়ে চাঁদাবাজিসহ প্রতারণা করার নানান অভিযোগ রয়েছে। তার কৃতকর্মের অভিযোগে এলাকাবাসীর বহু অভিযোগ ইউনিয়ন পরিষদে রয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত ওই নারীকে ইউনিয়ন পরিষদে ডাকা হলেও তিনি কখোনও হাজির হননা। ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল বলেন, রোকসোনা নিজকে মানবধিকারকর্মী দাবী করে এলাকার মানুষকে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছে। ওই এলাকার হয়রানীর শিকার শাহানার পিতা শহিদ হোসেন ও মামা খাইরুল ইসলাম বলেন, শাহানার বিয়ের জন্য স্থানীয় বিবাহ রেজিষ্টার মেজবাহর কাছে গেলে তার ভাই মাসুম বিবাহ পড়াতে যান। এসময় স্থানীয় কিছু প্রভাবশালীর সহায়তায় রোকসোনা বিবাহযোগ্য ওই মেয়ের বয়স হয়নি অভিযোগ তুলে তাদের কাছে ৫ হাজার টাকা দাবী করে ৪ হাজার টাকা নেয়।

এছাড়াও বিন্না বাজারের ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মান্নান সরদার অভিযোগ করে বলেন রোকসোনা আমীনের অত্যাচারে ব্যাবসা করাই দায় হয়ে দাড়িয়েছে। ওই নারী বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত ও পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে চাদা দাবী করে। কখোনও কখোনও পুলিশ নিয়ে এসে ব্যাবসায়ীদের হয়রানীও করে।

এ ব্যাপারে অভিযুক্ত রোকসোনা আমীন কাছে জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে তিনি নিজেকে অখ্যাত একটি অনলাইন ব্লগে এ লেখেন বলে দাবী করেন। মানবধিকারকর্মী দাবী করে বিভিন্ন এলাকায় অপতৎপরতা চালাচ্ছেন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওসব ছেড়ে দিয়েছি। 

ইনিউজ ৭১/এম.আর