সরাইলে ইয়াবা ব্যবসায়ী রাশেদ-মামুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৩০শে অক্টোবর ২০১৯ ০৬:০৮ অপরাহ্ন
 সরাইলে ইয়াবা ব্যবসায়ী রাশেদ-মামুন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী রাশেদও মামুন নামের দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।মঙ্গলবার(২৯ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো'র নিদের্শনা মতে এএসআই মোঃ হেলাল চৌধুরী, সঙ্গীয় অফিসার, এসআই মোঃ সহিদ মিয়া, এ এস আই,মোঃ হেলাল চৌধুরী, এএসআই মোঃ মাইনুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় সরাইল থানাধীন বিটঘর বাজার সংলগ্ন আয়েতুল্লা শাহ মাজারের পশ্চিম উত্তর কোনে পাকা ব্রীজের উপর হইতে মাদক ব্যবসায়ী রাশেদ মিয়া(৩২)ও মোঃ মামুন(২২) কে গ্রেফতার করেছে সরাইল থানা পুলিশ।

থানা সুত্রে জানান, রাশেদ মিয়া উপজেলার নাইলাবাদ গ্রামের বারল্লা হাজী বাড়ির মৃত সুরুজ মিয়ার ছেলে, অপর গ্রেফতারকৃত মোঃ মামুন মিয়া শাখাইতি গ্রামের পোড়াহাটি রাশেদ মিয়া ছেলেকে ৫০ (পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

সরাইল থানা ওসি (তদন্ত) মোঃ নুরুল হক নুর গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, সরাইল থানা মাদক বিরুদ্ধি অভিযান পরিচালনা করে, মাদক ব্যবসায়ী রাশেদও মামুনকে পঞ্চাশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ইনিউজ৭১/জিয়া