আগৈলঝাড়ায় এক মানসিক ভারসাম্যহীন গৃহবধুকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
থানার এসআই জামাল হোসেন জানান, সোমবার রাতে উপজেলার দক্ষিণ বড়মগড়া মধু বাড়ির সামনে থেকে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধুকে উদ্ধার করেন তিনি। রাতে থানায় জিজ্ঞাসাবাদে ওই গৃহবধু নিজেকে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের সৈয়দ ফজলুল হকের স্ত্রী মিতু বেগম (৪০) বলে জানায়।
মঙ্গলবার সকালে এসআই জামাল হোসেন মিতু বেগমরে পরিবার স্বজনদের খুজে বের করেন। মিতু বেগমরে ছেলে সৈয়দ ফাহিমসহ পরিবার স্বজনেরা সকালে থানায় এলে তাদের কাছে মিতু বেগমকে হস্তান্তর করেন তিনি।
ইনিউজ৭১/জিয়া
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।