
প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৯, ২০:৩৯

তজুমদ্দিন উপজেলার ৩১ নং দক্ষিণ আড়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ৪ জন অভিভাবক সদস্যর বিপরীতে ভোটে অংশগ্রহণ করেন পুরুষ পদে ৫ জন এবং মহিলা পদে ৪ অভিভাবক। শান্তিপূর্ণ পরিবেশে সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় ভোট শুরু হয়ে চলে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। পুরুষ সদস্য পদে মোঃ লোকমান (আনারস) ১৫২ ভোট, মোঃ মিলন (মাছ) ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।
তাদের নিকটতম প্রতিদ্বন্দী মোঃ বাচ্চু (মোরগ) ১১৬ ভোট, মোঃ মামুন (মই) ৮৯ ভোট, মোঃ নজরুল ইসলাম (আম) ৫৭ ভোট পেয়েছেন। মহিলা সদস্য পদে নুপুর বেগম (বই) ২০৮ ভোট এবং বকুল বেগম (চেয়ার) ১২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দী স্বপ্না বেগম (ঘড়ি) ১১৯ ভোট এবং রেখা বেগম ( ছাতা) ৭৬ ভোট পেয়েছেন।
ইনিউজ ৭১/এম.আর
