আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসত ঘর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০২:১০ অপরাহ্ন
আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বসত ঘর উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে উপজেলার পরিষদ হল রুমে দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধাস অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ফাতিমা আজরিন তন্বি, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব।

এসময় মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সিরাজুল হক সরদার, ইউপি সদস্যগন, সরকারী কর্মকর্তা, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সুধি সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের বাস্তবায়ন করা বসতঘর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। প্রসংগত, ২০১৮-২০১৯ অর্থ বছরে ২ লাখ ৫৮হাজার ৫শ ৩১টাকা ব্যায় বরাদ্দে প্রতিটি ঘর হিসেবে আগৈলঝাড়া উপজেলায় ১৭টি বসত ঘর বাস্তবায় করেছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়।

ইনিউজ ৭১/এম.আর