রাজধানীর বারডেম হাসপাতালে একটি কেবিনে টেলিভিশন বিস্ফোরিত হওয়া ঘটনা ঘটেছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালের ১২ তলার ১২০৬ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে।
বারডেম হাসপাতালের পরিচালক শহিদুল হক মল্লিক সাংবাদিকদের বলেন, হাসপাতালের ১২ তলার ১২০৬ নম্বর কেবিনে একটি পুরনো মডেলের টেলিভিশন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এরপর ওই কক্ষের রোগীকে দ্রুত নিরাপদে বের করে আনা হয়। রোগীর কোনো ক্ষতি হয়নি। তিনি জানান, বিস্ফোরণে আগুন লাগেনি। রুমেরও কোনো ক্ষতি হয়নি। হাসপাতালে এটাই প্রথম টেলিভিশন বিস্ফোরণের ঘটনা ঘটল।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।