খাবারে রং, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ৬৮ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার ১২ই অক্টোবর ২০১৯ ০৮:৫০ অপরাহ্ন
খাবারে রং, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ৬৮ হাজার

পতেঙ্গা সী বীচ এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর  অভিযানে ৬ টি দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা ও খাবারে অননুমোদিত রং ব্যবহার করা এবং নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে মোট ৬৮০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযান নিয়ে টুরিস্ট পুলিশ,  পতেঙ্গা সাব জোনের অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক জনাব মোঃ আমিনুল হক বলেন, পতেঙ্গা সী বীচে বেড়াতে আসা পর্যটকদের  হয়রানি রোধ করার জন্য এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে।

ব্যবসায়ীদের অসচেতনতা এবং অতিরিক্ত মুনাফা লাভ করার মানসিকতার কারণে জরিমানা করা হয়েছে। পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য এই ধরনের অভিযান চলমান থাকা প্রয়োজন রয়েছে।

পতেঙ্গা সী-বীচ এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে ট্যুরিস্ট পুলিশ ও পতেঙ্গা সাব জোনের সহযোগীতায় সহকারী পরিচালক জনাব মুহাম্মদ হাসানুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।  

ইনিউজ ৭১/টি.টি. রাকিব