টেকনাফে র্যাব সদস্যরা বসত-বাড়িতে অভিযান চালিয়ে বিপূল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, মোটর সাইকেল ও দেশীয় অস্ত্রাদিসহ এক মহিলাকে আটক করেছে।
১২ অক্টোবর শনিবার ভোররাত সাড়ে ৪ টায় র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প উপজেলার সদর ইউপির হাতিয়ার ঘোনা এলাকায় আবদুল গফুরের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় ওই বাড়ি হতে ৬২ হাজার ৪শ পিস ইয়াবা, নগদ ৭লাখ ৭০ হাজার টাকা, ১টি মোটর সাইকেল, ২টি মোবাইল, ২টি সীমকার্ড, ১টি ম্যাগজিন, ৩ রাউন্ড গুলি এবং ২টি রামদাসহ আবদুল গফুরের স্ত্রী ফাতেমা (৪০) কে আটক করে।
আটক মহিলার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক ২টি মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক ও নগদ টাকাসহ অন্যান্য অস্ত্রাদি টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।