
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ৩:৪২

সমঝোতা ছাড়াই বুয়েট শিক্ষার্থীদের সঙ্গে ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলামের বৈঠক শেষ হয়েছে। আবরার ফাহাদ হত্যার ঘটনায় ১০ দফা দাবির মধ্যে প্রধান দাবিগুলো ভিসি মেনে নিলেও তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় বুয়েট অডিটোরিয়ামে আবরার ফাহাদ স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব