
প্রকাশ: ১১ অক্টোবর ২০১৯, ৩:১১

পিরোজপুরের কাউখালীতে বিষ পানে পলি আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। পলি আক্তার উপজেলার আমারজুড়ী ইউনিয়ানের আমরাজুড়ী গ্রামের লাভলু হাওলাদারের কন্যা। সে পিরোজপুর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের স্নাতক শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পলি অক্তার শুক্রবার (১১ অক্টোবর) পরিবারের সকলের অজান্তে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পরে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে দ্রæত কাউখালী উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আশংকাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বরিশাল যাওয়ার পথে পলি আক্তার মারা যায়। কাউখালী থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, পলি আক্তারের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে প্রেরণ করা হয়। এব্যপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব