
আগামী ২৪ ঘণ্টা দেশের কয়েক জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাজধানীর আকাশ মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সারাদেশের দিনের তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬-১২ কিলোমিটার। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার অবস্থা উল্লেখযোগ্য পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। তবে পরবর্তী পাঁচদিন থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কমতে পারে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৭ মিনিটে আর আগামীকালের সূর্যোদয় সকাল ৫টা ৫৩ মিনিটে।

ইনিউজ ৭১/এম.আর