
প্রকাশ: ৮ অক্টোবর ২০১৯, ১৭:২৪

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নে, আজম নামে এক যুবককে পেছনে হাত বেধে রাস্তায় ফেলে জোর করে বদনার নল দিয়ে টয়লেটের পানি খাওয়ালো সন্ত্রাসীরা। এ ঘটনার একটি ভিডিও ছেড়েছে সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের ঘটনা হরিনাথপুরের এলাকার সবাই জানলেও কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
ভিডিও টিতে দেখা যায়, ছেলেটিকে দিনের আলোতে হেরিংবোন রাস্তায় ফেলে, পেছনে হাত বাধা অবস্থায় ৪ থেকে ৫ জন সন্ত্রাসী বদনার নল দিয়ে টয়লেটের পানি খাওয়ানোর দৃশ্য দেখা যায়। আজমের পরিবারের সাথে যোগাযোগ করলেও তারা জানান, আমরা এ ব্যপারে কিছু বলতে চাইনা। কিছু বললে পরে আমারদের আরো ক্ষতির সম্ভাবনা রয়েছে। হিজলা থানায় অভিযোগ করার সাহসও পাচ্ছে না ভুক্তভোগী পরিবারটি।