ইন্দুরকানীতে ক্ষুদ্র চাষিদের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৭ই অক্টোবর ২০১৯ ০৪:১৩ অপরাহ্ন
ইন্দুরকানীতে ক্ষুদ্র চাষিদের মাঝে ধান মাড়াই মেশিন বিতরণ

বাংলাদেশের দক্ষিন পশ্চিম অ লে ক্ষুদ্র চাষীদের জন্য সহায়ক প্রকল্পের আওতায় ক্রয় মূল্যের উপর ৭০% ভর্তুকি দিয়ে পাওয়ার থ্রেসার (ধান মাড়াই) মেশিন বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ইন্দুরকানী উপজেলার ক্ষুদ্র কৃষকদের ছয়টি গ্রুপের মাঝে এই মেশিন বিতরণ করা হয়েছে। যতে ক্ষুদ্র চাষিদের চাষকরা ধান নিজেরাই নিজ মেশিনে মাড়াই করে লাভবান হতে পারে এবং কৃষিকাজে চাষিরা উৎসাহিত হয়। 

৮ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা মিলনায়াতনে উপস্থিত থেকে মেশিন বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ-লীগ সভাপতি এ্যডঃ এম মতিউর রহমান,উপজেলা নির্বাহী অফিসার হুসাইন মুহাম্মাদ আল মুজাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসাদুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হাবিবুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, রুহুল আমিন বাঘা, সাংবাদিক এইচ এম ফারুক হোসাইন, ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম প্রমুখ।

ইনিউজ ৭১/এম.আর