
প্রকাশ: ৬ অক্টোবর ২০১৯, ০:৪২

ক্যাসিনো বাণিজ্যে বিতর্কিত দক্ষিণ মহানগর যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে আটকের পর তাকে নিয়ে কাকরাইলের কার্যালয়ে অভিযান চালিয়েছে র্যাব। এ ছাড়া সম্রাটের দ্বিতীয় স্ত্রীর মহাখালীর বাসার পাশাপাশি তার ভাইয়ের শান্তিনগরের বাসায়ও অভিযান চালানো হয়। রোববার দুপুর থেকে সম্রাটের কার্যালয়ে সাড়ে পাঁচ ঘণ্টার দীর্ঘ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় সেখান থেকে অবৈধ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ছাড়া সম্রাটের দ্বিতীয় স্ত্রী শারমিনের বাসায় অভিযান চালালেও সেখানে কাউকে পায়নি র্যাব।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব