নৌ-পরিবহনের সার্ভেয়ার সাইফুর বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৬ই অক্টোবর ২০১৯ ০৩:৫০ অপরাহ্ন
নৌ-পরিবহনের সার্ভেয়ার সাইফুর বরখাস্ত

নৌ-পরিবহন অধিদফতরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৩ অক্টোবর নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি হয়েছে। গত ২ সেপ্টেম্বর দুই লাখ টাকা ঘুষ নেয়ার সময় রাজধানীর মতিঝিলের নৌপরিবহন অধিদফতর থেকে মির্জা সাইফুর রহমানকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে অভিযোগ খাদিজাতুল কোবরা নামে একটি জাহাজের সার্ভে ও ফিটনেস দেয়ার জন্য তিন লাখ টাকা দাবি করেছিলেন।

পরে দাবি করা ঘুষের টাকার মধ্যে দুই লাখ টাকা নেয়ার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় তাকে। ঘটনার সময় মনিরুজ্জামান নামে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিচ্ছিলেন সাইফুর রহমান। গত ২ সেপ্টেম্বর গ্রেফতারের তারিখ থেকে সাময়িক বরখাস্ত কার্যকর হবে। সাময়িক বরখাস্তকালীন তিনি খোরপোষ (ভরণ-পোষণ) ভাতা প্রাপ্য হবেন বলে বরখাস্তের আদেশে বলা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর