
প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ৪:৫১

প্রথমবারের বাংলাদেশ মতো তাদের প্রাকৃতিক গ্যাস ভারতের উত্তর-পূর্বাঞ্চলে রপ্তানি করবে বলে দিল্লিতে দুই দেশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (৫ অক্টোবর) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের তৃতীয় দিনে আরও জানানো হয়েছে, ফেনী নদীর পানি নিয়ে ত্রিপুরার সাব্রুম শহরে পানীয় জলও সরবরাহ করা হবে।
ভারতে গ্যাস রপ্তানি কতটা সমীচিন হবে, তা নিয়ে বাংলাদেশে বিতর্ক দীর্ঘদিনের - কিন্তু শনিবার দেখা গেল শেখ হাসিনা সরকার সেই দ্বিধা কাটিয়ে উঠেছে। এই পদক্ষেপ দু'দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতেও সাহায্য করবে বলেও বলা হচ্ছে। প্রধানমন্ত্রী হাসিনা নিজেও দিল্লিতে তার বক্তৃতায় এই বিষয়টিতেই জোর দিয়েছেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব