
প্রকাশ: ৫ অক্টোবর ২০১৯, ১:৫৯

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাহারি নকশা আর রংয়ের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে গোটা বরিশাল নগরী। যা দেখে যে কারোরই মনে হবে উৎসব চলছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপগুলোর পাশাপাশি এর আশপাশের এলাকা ও সড়ক ঘিরে রং, বে-রংয়ের বাতি, তোড়ণ, নকশি দিয়ে সজ্জিত করা হয়েছে। যার আলোর ঝলকানিতে আলোকিত হয়ে যায় গোটা এলাকা। আলোকসজ্জার মধ্যদিয়ে উৎসবের আয়োজনকে আরও বর্ণিল করে তোলা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব