
প্রকাশ: ৪ অক্টোবর ২০১৯, ৪:৪২

দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থায় রয়েছে বলে মন্তব্য করে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, এ সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছে না। কিছুদিনের ভেতরই মধ্যবর্তী নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকালে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারস্থ স্বাদ এন্ড কোং নামক ব্যবসায়ী প্রতিষ্ঠানে এক প্রেস ব্রিফিংয়ে বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি এসব কথা বলেন। ড. রেজা কিবরিয়া বলেন, সারা দেশে শুদ্ধি অভিযানের নামে চুনোপুঁটিদের ধরা হচ্ছে, কিন্তু রাঘব-বোয়ালরা ধরাছোয়ার বাইরে রয়ে যাচ্ছে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির দুর্নীতিবাজদের না ধরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির দুর্নীতিবাজ ও তাদের গডফাদারদের ধরতে হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব