টেকনাফে মাদকসেবী দুইজনকে দুই বছর করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সাজা প্রাপ্তরা হচ্ছে সাবরাং বাহারছড়া এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র খালেকুজ্জামান (২৪) ও পানছড়ি পাড়ার আলী আকবরের পুত্র সেলিম প্রকাশ ছলিম (২৪)। শুক্রবার (৪ অক্টোবর) বিকাল আড়াইটায় সাবরাং বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে।
জানা যায়, সাবরাং বাজার এলাকায় বখাটেরা মাদক সেবনের গোপন সংবাদ পেয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান ও মডেল থানার এসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খালেকুজ্জামান (২৪) ও সেলিম প্রকাশ ছলিম (২৪) কে আটক করা হয়। ঘটনাস্থলে ধৃতরা মাদক ইয়াবা সেবন করার কথা স্বীকার করলে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রবিউল হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে উভয়কে ২ বছর করে সাজা প্রদান করেন।
এসময় সাবরাং ইউপির ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহিনা আকতার উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্তদের আদালতে প্রেরণের জন্য টেকনাফ মডেল থানায় হস্থান্তর করা হয়েছে এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।