
প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ২৩:৪৯

বরিশালের হিজলা উপজেলায় অনুষ্ঠিত হলো, কমিউনিটি সাপোর্ট গ্রুপ ( সিএসজি ) প্রশিক্ষণ। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা) এর সহযোগীতায়, কমিউনিটি বেইজড হেলথ কেয়ার(সিবিএইচসি), স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে, ৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০ টায়, বড়জালিয়া ইউনিয়নের বাহেরচর দাখিল মাদ্রাসায় প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত ছিলেন, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পন্ডিত শাহবুদ্দিন আহমেদ। প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন, হিজলা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন অর রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইপিআই টেকনিসিয়ান মোঃ লোকমান হোসেন, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্যবৃন্দ।
ডাঃ মামুন অর রশিদ প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, সুবিধাবঞ্চিত মানুষ গুলোকে সকল জরুরি স্বাস্থ্য সেবার আওতায় আনতে হলে প্রয়োজন কমিউনিটি ক্লিনিক কর্ম এলাকার জনগণের সমন্বয়ে স্বেচ্ছাসেবায় আগ্রগী " কমিউনিটি সাপোর্ট গ্রুপ " তৈরি করা। যারা সুবিধাবঞ্চিতদের প্রয়োজনীয় সহায়তা দিবেন। এ সাপোর্ট গ্রুপ কমিউনিটি গ্রুপের কর্মকান্ডে সহায়তা করবেন। কমিউনিটি সাপোর্ট গ্রুপ হচ্ছে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় কমিউনিটি গ্রুপকে সহযোগিতা এবং এলাকার জনগণের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা নিশ্চিত করার জন্য স্বেচ্ছাপ্রণোদিত উদ্বুদ্ধ মহিলা, পুরুষ, কিশোর, কিশোরী, হতদরিদ্র, প্রতিবন্ধী সহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সমন্বয়ে গঠিত একটি গ্রুপ। এই গ্রুপ "কমিউনিটি গ্রুপ " কে সার্বিক ভাবে সহায়তা করবেন।
প্রতিটি কমিউনিটি ক্লিনিকের কর্ম এলাকায় ৩ টি কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি করা। এক একটি কমিটি সর্বোচ্চ ১৭ সদস্য বিশিষ্ট হবে এবং কমিটির এক তৃতীয়াংশ অবশ্যই মহিলা থাকবে।
