
প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ২৩:১৫

জাকির হোসেন একসময় মাছ বাজারে পলিথিন ব্যাগ ফেরি করে মাছের ক্রেতাদের কাছে বিক্রি করত। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হওয়ার পর রাতারাতি শতকোটি টাকার মালিক বনে গেছেন বলে জানান এলাকাবাসী। ঢাকার বনশ্রীতে তার আলিশান বাড়ি, নীলা সুপারসপ নামে বনশ্রীতে বিশাল সুপারসপসহ সোনারগাঁয়ে কয়েকটি বাড়ি, সোনারগাঁ রিসোর্ট সিটি এলাকায় শতবিঘা জমি, ঢাকার আবাসিক এলাকায় ফ্ল্যাট রয়েছে বলেও জানা যায়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব