
প্রকাশ: ৩ অক্টোবর ২০১৯, ১৫:৩৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আন্তর্জাতিক নামীদামি বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে তৈরি নকল ইলেকট্রনিক ও প্রসাধনী সামগ্রী তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে অন্তত ৫০ কোটি টাকা মূল্যের নকল পণ্য সামগ্রী জব্দ করেছে পুলিশ। এছাড়া কারখানাটির আটজন কর্মচারীকে আটক করা হয়েছে।
বুধবার (০২ অক্টোবর) রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার শিমরাইল এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ এ অভিযান চালায়। পরে কারখানাটি সীলগালা করে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, অহিদুল ইসলাম, রাজীব, মাইনুল ইসলাম, মেহেদী হাসান।
