হিজলায় শেষ হলো ফলদ বৃক্ষ মেলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ০৫:২৪ অপরাহ্ন
হিজলায় শেষ হলো ফলদ বৃক্ষ মেলা

বরিশালের হিজলা উপজেলায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৯। হিজলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১  অক্টোবর ফলদ বৃক্ষ মেলার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।

উপজেলা কৃষি অফিসার( ভারপ্রাপ্ত ) মোঃ খালেদীন আনাম জানান, আমরা মেলার সমাপনী দিনেও শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ করেছি। প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে আম এবং একটি করে মাল্টা চারাগাছ বিনামূল্যে বিতরণ করেছি। পাশাপাশি চারাগাছটি কিভাবে রোপণ করতে হবে তাও ভালোভাবে শিক্ষার্থীদের বুঝিয়ে দেয়া হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের বৃক্ষ রোপণে উদ্বুদ্ধ করাই সরকারের মূল লক্ষ্য।

ইনিউজ ৭১/এম.আর