আগৈলঝাড়ায় কৃমির ওষুধ খাবে ৩৮ হাজার শিশু

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ০৩:২২ অপরাহ্ন
আগৈলঝাড়ায় কৃমির ওষুধ খাবে ৩৮ হাজার শিশু

৩৮ হাজার শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে আবাসিক মেডিকেল অফিসার ডা. বখতিয়ার আল মামুন জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ’র উদ্বোধন করেন। 

১ অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ৫ থেকে ১৫ মাস বয়সী ৩৮ হাজার ২শ ৪৭ জন শিশুকে কৃমি নিয়ন্ত্রণ ঔষধ খাওয়ানো হবে বলে জানান আয়োজকরা। এসময় উপস্থিত ছিলেন মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মো. মিজানুর রহমান, স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার প্রমুখ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব