লঞ্চঘাটে প্রবেশ ফি ১০ টাকা

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: মঙ্গলবার ১লা অক্টোবর ২০১৯ ১১:০৭ পূর্বাহ্ন
লঞ্চঘাটে প্রবেশ ফি ১০ টাকা

ঢাকার সদরঘাটসহ দেশের সব লঞ্চ টার্মিনালের যাত্রী প্রবেশ ফি পুনর্নির্ধারণ করেছে বংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। নতুন ফি নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। বিআইডব্লিউটিএ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। আগে লঞ্চ টার্মিনালে যাত্রী প্রবেশ ফি ছিল জনপ্রতি ৫ টাকা। এরমধ্যে ১ টাকা রাখা হতো যাত্রী কল্যাণ তহবিলে। এ তথ্য জানিয়েছেন ঢাকা নদীবন্দরের যুগ্মপরিচালক আরিফ হোসেন।

মঙ্গলবার (১ অক্টোবর) থেকে লঞ্চ টার্মিনালে প্রবেশ ফির এই নতুন হার কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র সচিব মো. ওয়াকিল নেওয়াজ। তিনি জানিয়েছেন, প্রবেশ ফিয়ের ১০ টাকার মধ্যে যাত্রী কল্যাণ তহবিলে জমা দেওয়া হবে দুই টাকা।

ইনিউজ ৭১/এম.আর