
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৪৪

ফেনীর সোনাগজীতে মাদরাসারছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায় আগামী ২৪ অক্টোবর রায়ের দিন ধার্য করা হয়। আজ রাস্ট্রপক্ষের যুক্তিখন্ডন শেষে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ তারিখ ঘোষনা করেন।
জেলা জজ আদালতের পিপি আ্যডভোকেট হাফেজ আহামেদ ইনিউজ৭১ কে নিশ্চিত করে বলেন,গত ২৭ জুন থেকে মামলাটির সাক্ষ্যগ্রহন শুরু হয়। একে একে ৮৭ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া হয়।
তিনি আরও বলেন ১০ কার্যদিবস ধরে চলে রাস্ট্র ও আসামি পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন। আজ ছিল রাস্ট্র পক্ষের যুক্তিখন্ডন। এখন রায়ের অপেক্ষায় পুরো দেশ ও রাফির পরিবার। আজ বেলা সোয়া ৩ টার দিকে আদালত আগামী ২৪ অক্টোবর ঘোষানার তারিখ নির্ধারন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব