সুশাসন প্রতিষ্ঠার আরেক নাম ওসি সাহাদাত হোসেন টিটো

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ০৮:৩০ অপরাহ্ন
সুশাসন প্রতিষ্ঠার আরেক নাম ওসি সাহাদাত হোসেন টিটো

সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষতায় অনন্য মোঃ সাহাদাত হোসেন টিটো।  গত ১৬ জূলাই /২০১৯ তারিখে যোগদানের পর থেকেই সরাইল থানার সামগ্রিক পরিস্থিতি উন্নতির পথে। নবাগত ওসি হিসেবে তিনি যোগদান করে তাঁর টিমকে সাথে নিয়েসরাইলকে মডেল থানা করার জন্য মাদকমুক্ত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছেন। এদিকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষা,ধর্মীয় প্রতিষ্ঠানে জনপ্রতিনিধি দেরকে নিয়ে জনসচেতনতা মুলক, মতবিনিময় সভা করে আসছেন। এ ধারাবাহিকতা হিসাবে মাননীয় পুলিশ সুপার ব্রাহ্মণবাড়িয়া মহোদয়ের দিক-নির্দেশনায়, সরাইল থানার অফিসার ইনচার্জ,মোঃ সাহাদাত হোসেন টিটো। 

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের আলীনগর সাকিনে মাদক ও দাঙ্গা বিরোধী সভা অনুষ্ঠানে উপস্থিত হন। উক্ত সভায় মাদক ব্যবসায়ী জনৈক ফিরোজ মাদক সেবন ও মাদক ব্যবসা করিবেনা মর্মে অঙ্গীকার করিয়া আত্মসমর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ ফরহাদ রহমান মাক্কি ও এলাকা বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ও সকল পেশার জনগন। সরাইল থানা অফিসার ইনচার্জ মোঃ সাহাদাত হোসেন টিটো উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে মাদক সেবন ও মাদক ব্যবসা হইতে বিরত থাকার আহবান জানান, অপরদিকে দাঙ্গা ও মাদক মুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে পুলিশের এ কর্মকর্তা সকলের সহযোগিতা কামনা করেন, এ সময় তিনি আরো বলেন, সরাইলবাসীর সহায়তায় সরাইলকে দাঙ্গা মুক্ত, মাদক মুক্ত করে,সুন্দর ও শান্তির সরাইল উপহার দিতে আমরা অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ।