নদী ভাঙন প্রতিরোধে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২৯শে সেপ্টেম্বর ২০১৯ ০৭:৪৬ অপরাহ্ন
নদী ভাঙন প্রতিরোধে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, নড়িয়ায় নদী ভাঙন প্রতিরোধে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি নড়িয়া বাসিকে আর নদী ভাঙনের শিকার হতে হবেনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি জেলায় কাজ করছি। পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদী ভাঙন প্রতিরোধে কাজ করছে। রবিবার সকাল সারে ৯টার দিকে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ডান তীর রক্ষা  প্রকল্পের চলমান কাজের সাধুর বাজার এলাকার প্রায় ২৮০মিটার বাধ বৃহস্পতিবার রাতে পদ্মা নদীর গর্ভে বিলিন হয়ে যায়। নড়িয়ার ঐ ভাঙন এলাকা পরিদর্শনে এসে ভাঙন এলাকার মানুষের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী আরো বলেন, নড়িয়ায় গত বছর নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। প্রধানমন্ত্রীর নির্দেশে ভাঙন রোধের  ব্যবস্থা করা হয়েছে। নড়িয়া সাধুর বাজার এলাকায় ভাঙনের খবর পেয়ে পানি উন্নয়ন বোড সাথে সাথে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে। নড়িয়ায় ভাঙন মোকাবেলায় গুরুত্ব সহকারে কাজ করছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন, পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শরীয়তপুর জেলা প্রশাসক কাজী আবু তাহের,শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা শিকদার ও অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) কামরুল হাসান, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ,কে,এম ইসমাইল হক, উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাচান আলী রাড়ী,সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারী, শাকিল বেপারী প্রমুখ।