নরসিংদীর চরাঞ্চলে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২০শে সেপ্টেম্বর ২০১৯ ০৯:৪২ অপরাহ্ন
নরসিংদীর চরাঞ্চলে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছেন।এসময় ৮/১০টি বাড়ি ঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।আহতদের মধ্যে তিনজনকে সদর হাসপাতাল ও দুইজনকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-রায়হান মিয়া (১৭), খলিলুর রহমান (৪৫), মোসলেম মিয়া (৩৫), মান্নান মিয়া (১৭) ও হানিফ মিয়া (২৬)।এরমধ্যে গুলিবিদ্ধ রায়হাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার দূর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের খোদাদিলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দুগ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে।এ নিয়ে প্রায়ই পাল্টা হামলা ও মামলাকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুগ্রুপের লোকজন।শুক্রবার সকালে আলোকবালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন ও ইউনিয়ন তাতীঁদলের সভাপতি হানিফ মিয়ার সমর্থকরা টেঁটা ও অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৫ জন টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব