মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
মোঃ হাবিবুল্লাহ মিঠূ, উপজেলা প্রতিনিধি নেছারবাদ- পিরোজপুর
প্রকাশিত: বৃহঃস্পতিবার ১৯শে সেপ্টেম্বর ২০১৯ ১১:২৮ পূর্বাহ্ন
মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পিরোজপুরের মঠবাড়িয়ার পশ্চিম ফুলঝুড়ি চানঁ মিয়া হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে বুধবার রাতে কবির হোসেন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে থানা পুলিশ। আটককৃত কবির উপজেলার উত্তর পশ্চিম ফুলঝুড়ি গ্রামের মৃত: আমির হোসেন মোল্লার ছেলে। 

জানাযায়, উপজেলার চাঁন মিয়া হাওলাদার বাড়ির সামনের সড়কে উপর মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী কবিরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঠবাড়িয়া থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, মাদক ব্যবসায়ী কবিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়।

ইনিউজ ৭১/এম.আর