প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৪
আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম ও আসলামুল হক এমপি গাবতলীতে ৪টি ১৫তলা আবাসিক ভবন এবং ১টি ৪তলা স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বাংলাদেশ সরকারের (জিওবি) অর্থায়নে “গাবতলী সিটি পল্লীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ক্লিনারদের জন্য বহুতল বিশিষ্ট আবাসিক ভবন নির্মাণ প্রকল্প” এর আওতায় এ নির্মাণকাজ শুরু হলো।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মেয়র বলেন, “শপথ বাক্য পাঠ করানোর পরপরই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য একটি সুন্দর বাসস্থান গড়ার নির্দেশ দেন। এ প্রকল্পের মাধ্যমে ২০২১ সালের জুন মাসের মধ্যে ৭৮৪ জন পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা হবে”। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করে জনগণকে সেবা প্রদানের জন্য পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি আহবান জানান। প্রকল্পের কাজের মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার জন্য আতিকুল ইসলাম ঠিকাদারদের নির্দেশ দেন।
প্রকল্পটির সর্বমোট ব্যয় ২২১ কোটি ৪৯ লক্ষ টাকা প্রাক্ক্বলন করা হয়েছে। ২০২১ সালের জুন মাসে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ প্রকল্পের আওতায় ১৫তলা বিশিষ্ট ৪টি আবাসিক ভবন নির্মাণের মাধ্যমে মোট ৭৮৪টি ফ্ল্যাট নির্মাণ করা হবে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন হবে ৫৬২ বর্গফুট।
প্রতিটি ফ্ল্যাটে ২টি বেডরুম, ১টি কিচেন, ১টি টয়লেট, ১টি বাথরুম, ১টি বারান্দা থাকবে। আবাসিক ভবনগুলোতে ১৪টি প্যাসেঞ্জার লিফট এবং ৭টি সার্ভিস লিফট থাকবে। প্রতিটি ফ্ল্যাটে আসবাবপত্রে সুসজ্জিত করে দেয়া হবে। এ ছাড়া এ আবাসিক ভবনগুলোর জন্য পৃথক সুয়ারেজ ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা হবে।
ইনিউজ ৭১/এম.আর