
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৬

রাজধানীর বাউনিয়া বাঁধ এলাকার একটি মাদ্রাসা থেকে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়েছেন। ওই ছাত্রীর অভিভাবকদের দাবি, মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, ওই ছাত্রীকে ‘জিনে’ নিয়ে গেছে। নিখোঁজ মেয়েটির নাম সারজিন আক্তার। সে মিরপুরের শাহ্ আলীবাগের বাসিন্দা মো. শরীফ উল্লার মেয়ে। গত ৪ বছর ধরে বাউনিয়া বাঁধ জামিয়া ফোরকানিয়া তালিমিয়া মহিলা মাদ্রাসায় পড়াশোনা করছিল। মেয়ে নিখোঁজ হওয়ার পর বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন নিখোঁজ ছাত্রীর বাবা মো. শরীফ উল্লা ও তার মা শিল্পী আক্তার।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব