নার্সিং পেশা সবচেয়ে সম্মানের

নিজস্ব প্রতিবেদক
সাখাওয়াত জামিল সৈকত (অতিথি লেখক)
প্রকাশিত: বুধবার ১৮ই সেপ্টেম্বর ২০১৯ ১২:৫০ অপরাহ্ন
নার্সিং পেশা সবচেয়ে সম্মানের

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ও নার্সিং পেশার মর্যাদা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সেবা দেওয়ার কারণেই নার্সিং আজ সম্মানজনক পেশা। নার্সিংয়ে পেশাগত মর্যাদা বাড়ানোর পাশাপাশি বেতনবাতাও বাড়ানো হয়েছে। বুধবার সকালে গাজীপুরের কাশিমপুরের তেঁতুলবাড়িয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে প্রথম স্নাতক সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা বলেন, সেবার মানসিকতা না থাকায় কমিউনিটি হাসপাতালগুলো বন্ধ করে দিয়েছিল বিএনপি জামায়াত। দেশে জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম বলে এমন মন্তব্য করে পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে বলে জানান তিনি।

ইনিউজ ৭১/এম.আর