
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১

‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোরের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দেয়ার এক সপ্তাহের মধ্যে আরও চার শিল্পীকে ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী তার বাসভবনে অসুস্থ এই শিল্পীদের হাতে অনুদানের চেক তুলে দেন। যারা অনুদান পেয়েছেন তারা হলেন, কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর’র বোন পলি সায়ন্তনী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত দুই মেকআপ আর্টিস্ট কাজী হারুন, আব্দুর রহমান এবং অভিনেতা মহিউদ্দিন বাহার।

শিল্পী ঐক্য জোটের সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকত ২০ দিন আগে এই চারজন শিল্পী চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন বলে জানান। অনুদান প্রদানের পর শিল্পী ঐক্য জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডি.এ তায়েব এবং জি.এম সৈকত দুজনেই।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব