
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫

ভোলার তজুমদ্দিনের মেঘনায় কোস্টগার্ড অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করেছে। যৌথভাবে মৎস্য অধিদপ্তর অভিযানে অংশ নিয়ে আটকের পর শশীগঞ্জ ঘাটে প্রকাশ্যে আগুনে পুড়ে এসব অবৈধ জাল ধ্বংস করা হয়।
এসময় নদীতে জালপাতা অবস্থায় কয়েকটি নৌকার প্রায় ৪০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল আটক করা হয়। পরে আটককৃত এসব অবৈধজাল শশীগঞ্জ ঘাটে এনে প্রকাশ্যে জনসম্মুখে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মেঘনায় সকল অবৈধ জালের বিরুদ্ধে অভিযান ও প্রচারনা অব্যাহত আছে। ঘাটে ঘাটে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা করা হয়। তারপরও যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থ নেয় হয়।

ইনিউজ ৭১/এম.আর