
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:১৬

সাভারে দূর্বৃত্তের গুলিতে পৌর আওয়ামী লীগের সহ- প্রচার আব্দুল মজিদ (৩৫) নিহত হয়েছেন। এসময় স্বপন (২৪) নামের অপর এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।শনিবার রাত ১০ টার দিকে সাভারের কোর্টবাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুল মজিদ বক্তারপুর কোর্টবাড়ি এলাকার আব্দুল কাসেমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত অনুমান ১০ টার দিকে আব্দুল মজিদ ও স্বপন কোর্টবাড়ি এলাকার অফিস থেকে একই এলাকায় বাড়িতে ফিরছিলেন। তারা বাড়ির কাছাকাছি পৌছানো মাত্র দূর্বৃত্তরা আব্দুল মজিদকে মাথায় ও স্বপনকে পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আব্দুল মজিদ ও স্বপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা আব্দুল মজিদকে মৃত ঘোষনা করেন। আর গুলিবিদ্ধ স্বপনের চিকিৎসা চলছে হাসপাতালে। এ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে কোর্টবাড়ি এলাকায় সাবেক মেম্বারের বাড়ি-ঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে। আব্দুল মজিদ হত্যার ঘটনায় হাসপাতালে ছুটে যান স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে মজিদ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
