
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১:৫০

টাংগাইলে ভূঞাপুরে মাটিকাটা গ্রামে মো: শাহাদত আলী ও তার স্ত্রী তাদের জুয়াড়ি ছেলে মো: মুক্তার আলী (২৭) কে নিজ দায়িত্বে পুলিশে সোপর্দ করেছেন।
শাহাদত বলেন আমার সন্তান খারাপ রাস্তায় চলে গেছে তাকে অনেক বুঝিয়েও এ খারাপ রাস্তা থেকে ফেরাতে পারি না। সে প্রতিনিয়তই মদ ও জুয়া খেলে আমাকে অর্থনৈতিকভাবে নি:স্ব করে দিয়েছে। তাই অপারগ হয়েই পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হলাম।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো: রাশিদুল ইসলাম জানান, বাবা মায়ের অভিযোগের প্রেক্ষিতেই তাকে আটক করা হয়। পরে ভূঞাপুর সহকারী কমিশনার (ভূমি) ম্যাজিষ্ট্রেট আসলাম হোসাইন তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০ দিনের সাজা প্রদান করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব