শিয়ালের কামড়ে দুই মহিলাসহ ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর নিকলা, চর অলোয়া ও বরকতপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, শুক্রবার দিনের বেলায় চর অলোয়া গ্রামের জুয়েল তার মুরগির খোয়ার থেকে ডিম সংগ্রহ করতে গেলে হঠাৎ পেছন থেকে একটি শেয়াল কামড়ে চলে যায়। পরে কিছু লোক শেয়ালকে ধাওয়া করলে আরো দু’জনকে কামড়ায়। পরে তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে একই দিনে রাতে পাশের গ্রাম বরকতপুরেও একই ঘটনা ঘটে। ওই গ্রামের হাওয়া বেগম রাতে তার মুরগির খোয়ার চেক দিতে গেলে হঠাৎ সামনে থেকে একটি শেয়াল তার গালে কামড় দেয় পরে শেয়ালকে ধাওয়া করলে আরেকজন মহিলাকে কামড়ে চলে যায়। হাওয়া বেগম গুরুতর আহত হওয়ায় তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এলাকায় আতঙ্ক বিরাজ করছে ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। আপনার কাছেই শুনলাম। দেখি কি ব্যবস্থা গ্রহন করা যায়।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।