কুয়াকাটার গঙ্গামতি সৈকত এলাকায় বিশাল আকারের একটি খালি কন্টেইনার তীরে ভেসে এসেছে। আর এটিকে এক নজর দেখতে সৈকত এলাকায় ভিড় করেছে উৎসুক জনতা। শুক্রবার দুপুরে এটি গভীর সমুদ্র থেকে ভেসে এসে বেলাভূমিতে আটকে যায়। ধারনা করা হয় এটি ডুবে যাওয়া জাহাজ এমভি এমভি আরগোর কন্টেইনার। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কন্টেইনারটি স্থানীয় এক ব্যক্তির কাছে জিম্মায় রেখেছে।
জানা যায়, বৃহস্পতিবার রাতে এমভি আরগো নামের একটি জাহাজ ১৫২ টি কন্টেইনার নিয়ে কলকাতা থেকে চট্রগামে আসার পথে পায়রা ফেয়ারওয়ে বয়ার কাছে পৌঁছলে সাগরের উত্তাল ঢেউয়ের তান্ডবে জাহাজটি ডুবে যায়। খবর পেয়ে গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর সাংগু নামের একটি ১৯ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছে ১৪ জন নাবিককে সমুদ্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
মহিপুর থানার ওসি মো. সোহেল আহম্মেদ জানান, ঘটনাস্থলে গিয়ে ওই কন্টেইনারটি স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল ফকিরের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া পায়রা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।