
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০১৯, ২২:৪৩

ভোলার বোরহানউদ্দিনে কানাডার অর্থায়নে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন প্লান ইন্টান্যাশনালের সহযোগীতায় বেসরকারী সংগঠন সুশীলনের বাস্তবায়নে বাল্যবিবাহের বিরুদ্ধে যুদ্ধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) খালেদা খাতুন রেখার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, প্লান ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় ব্যবস্থাপক শাহরুখ সোহেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, উপজেলা ভাইস চেয়ারম্যন রাসেল আহমেদ, সুশীলনের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক শাহানাজ রহমান প্রমুখ।
সভায় সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
