
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫১

বাংলাদেশের জাতীয় নির্বাচনী প্রচারণায় দীর্ঘদিনের পরিচিত দৃশ্য ছিল দেয়াল, গাছ, বিদ্যুতের খুঁটি কিংবা বাজারজুড়ে পোস্টারে ছেয়ে যাওয়া পরিবেশ। পোস্টার দেখেই সাধারণ ভোটার বুঝে নিতেন—নির্বাচন আসন্ন। কিন্তু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সেই চিরচেনা দৃশ্যের অবসান ঘটতে যাচ্ছে।
