
প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ৩:৫৬

ডাক্তারদের অবহেলায় নানান সময়ে প্রতারিত হয়ে কাঙ্খিত সেবা না পেয়ে প্রাইভেট হাসপাতালের দারস্থ হচ্ছেন বরিশালের রোগীরা। ফলে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। নানা অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল। অভিযোগ রয়েছে বর্তমান সময়ে সেবার মান দিন দিন অবনতি হচ্ছে শেবাচিমে। চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা অভিযোগ করেন, গত (২২ ই আগস্ট) বৃহস্পতিবার রাত ১০ টার দিকে তাদের শিশু কন্যার গলায় প্লাস্টিকের একটি চাকতি আটকে গেলে তাকে নিয়ে শেবাচিমের জরুরী বিভাগে আসলে তাকে নাক কান গলা ইউনিটে পাঠানো হয়। কিন্তু ১ ঘন্টা অতিবাহিত হলেও দেখা মেলেনি কোন অভিজ্ঞ ডাক্তারের।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব