সারাদেশের ৩২৮ টি পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন-ভাতাদি প্রাপ্তিসহ পৌরসভাসমূহের বিদ্যমান সমস্যা সমাধানের বিষয়ে সুপারিশমালা উন্নায়নের জন্য স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গঠিত কমিটির প্রতিবেদন জনপ্রতিনিধিসহ পৌর কর্মকর্তা-কর্মচারীদের মৌলিক দাবির প্রতিফলন না হওয়ায় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের এক দফা দাবিতে কর্মবিরতি চলছে।
সকাল ৯ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলবে। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন বরগুনা পৌরসভা সচিব রফিকুল ইসলাম। এ সময় তারা সরকারের কাছে দাবি করেন রাষ্ট্রীয় কোষাগার হতে পৌরসভার জনপ্রতিনিধিদের সম্মানী ভাতা প্রদান এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু করতে হবে। যতো খনে দাবি না মান হবে ততো দিন আন্দলোন চলবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।