কলাপাড়ায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ১লা জুলাই ২০১৯ ০৩:৩৮ অপরাহ্ন
কলাপাড়ায় পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

কলাপাড়ায় রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালুর দাবীতে অবস্থান কর্মসুচি পালন করেছে পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পৌর সভার সকল ধরনের কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচী পালন করেন কর্মচারীরা। এতে ভোগান্তিতে পরে পৌর সভার শশ শত নাগরিক।  

কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন পৌর সচিব মাসুম বিল্লাহ। তিনি বলেন, সরকার বাজেট ঘোষনা করলেও সেই বাজেটে আমাদের দাবীর বিষয়ে কোন প্রতি ফলন নাই। পৌর সার্ভিস এ্যসোসিয়েশন, কেন্দ্রিয় কার্যনির্বাহি কমিটির কতৃক নির্ধারিত এ কর্মসুচি পালন করা হয়েছে। এসময় পৌর সভার সকল কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/এম.আর