
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ৪:৬

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়ন্ত্রণে অবদান রাখায় স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামকে সম্মাননা দিয়েছে ‘ডিবেট ফর ডেমোক্র্যাসি’ নামের একটি বিতর্ক সংগঠন। শুক্রবার (২৩ আগস্ট) এফডিসিতে ‘শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী তাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে ‘ডেঙ্গু মোকাবেলায় সর্বাত্মক চেষ্টার জন্য’ তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিতর্কের আয়োজক প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্র্যাসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব