শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলা ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি এলাকায় পুকুর পারে খেলতে গিয়ে পানিতে পড়ে আরাফাত রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১১ মডেরহাট এলাকার মোল্লাকান্দি পুকুরে থেকে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়। আরাফাত মডেরহাট এলাকার মশিউর রহমানের ছেলে।
ডামুড্যা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ধানকাটি ইউনিয়নের সমাজ সেবক সাইমুন প্রিন্স শান্ত জানায়, বেলা ১১টার দিকে ধানকাটি এলাকার মডেরহাট বাজারের পুকুর পারে আরাফত খেলাধুলা করার সময় পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে দ্রুত শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।